নগরের কর্ণফুলী নতুন ব্রিজ এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ধৃতরা হচ্ছেন রাশেদুল ইসলাম (২৮) ও মহিবুর রহমান (২৮)। তাদের কাছ থেকে এক হাজার পিপস ইয়াবা ও একটি ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করা হয়। সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গত রোববার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে কর্ণফুলী থানাধীন নতুন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাশেদ ও মহিবুরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গতকাল কর্ণফুলী থানায় মামলা (নং–২৬) রুজু করা হয়।