নগরীর নন্দনকানন ও হাটহাজারী উপজেলা থেকে দুজন মাদক ও চোরাই মোবাইল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তারা হলেন শাহাদাৎ হোসেন প্রকাশ সাদ্দাম ও হেলাল। গত ১৩ এপ্রিল তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, চোরাই মোবাইল ফোন, মাদক ও চোরাই মোবাইল বিক্রয়ের নগদ ২ লাখ ৪০ হাজার টাকা, পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মনোগ্রাম সম্মিলিত স্টিকার, কাঁধ ব্যাগ ও কেডস উদ্ধার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর/দক্ষিণ জোন) সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তফা কামাল বলেন, গ্রেপ্তার দুজন সংঘবদ্ধ চক্রের সদস্য। এ দুজন ও তাদের সহযোগীদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি মামলা হয়েছে। তিনি জানান, আসামি শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে মাদক মামলাসহ অন্যান্য আইনে ৮টি মামলা রয়েছে। হেলালের বিরুদ্ধে রয়েছে দুটি মামলা।