নগরের আলকরণে দুটি ভবনের মাঝখান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, চুরি করে পালানোর সময় পাশের ৯ তলা ভবন থেকে পড়ে গিয়ে প্রাণ হারায় ওই যুবক। লাশের পাশে চুরি হওয়া দুটি মোবাইলও পড়ে ছিল। স্থানীয়রা জানান, নিহত যুবকের চেহারা বিকৃত হয়ে গেছে। দুর্গন্ধ ছড়াচ্ছিল আশেপাশে। গত রাত ১০ টায় এ রির্পোর্ট লেখাকালীন তার পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ জানায়, বন্ধন টাওয়ার ও আলকরণ টাওয়ার নামে দুই ভবনের মাঝামাঝি খালি স্থানে পড়েছিল মরদেহটি। গত ২২ জুন রাতে ভোর ৪টার দিকে বন্ধন টাওয়ারে মোবাইল চুরির ঘটনা ঘটে। ভবনটির মালিক নিজাম হাসান বলেন, আমার বিল্ডিং থেকে গত পরশুদিন রাতে দুইটি মোবাইল চুরি হয়। চোর দুইজন ছিল। মনে হয় একজন পালিয়ে যেতে পারলেও অন্যজন ডিসের তার দিয়ে নামার সময় দুই বিল্ডিংয়ের মাঝখানে পড়ে যায়। তিনি বলেন, আজ (গতকাল) সন্ধ্যায় একরকম পচা গন্ধা পাওয়া যায় বিল্ডিংয়ের আশপাশে। পরে দেখা যায় দুই বিল্ডিংয়ে মাঝখানে আটকে আছে এক যুবক। তখন স্থানীয় কাউন্সিলরকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব আজাদীকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে লাশ পাড়ে থাকার খবর পাই। সাথে সাথে পুলিশকে জানায় এবং ঘটনাস্থলে ছুটে যায়। কয়েকদিন আগে সেখানে একটি ভবনে চুরি হয়। সবাই ধারণা করছে পালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে মারা গেছে। তিনি বলেন, লাশটির চেহারা বিকৃত হয়ে গেছে। তাই পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়েদুল হক বলেন, লাশের সাথে চুরি হওয়া মোবাইল দুইটিও পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এক বিল্ডিং থেকে চুরি করে ছাদের উপর কিছুক্ষণ অপেক্ষা করে। পরে তারা অন্য আরেকটি বিল্ডিংয়ের ছাদে যায়। যেহেতু দুইটা ৯ তলা বিল্ডিং। অন্য বিল্ডিংয়ের সিঁড়ির দরজা খোলা না পেয়ে পাশে আরেকটি দুই তলা বিল্ডিং রয়েছে, সেখানে বাথরুমের পাইপ দিয়ে নামতে গিয়ে পড়ে যায়। লাশটি দুই বিল্ডিংয়ের লোহার নেটের সাথে আটকানো ছিল। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।