দুই ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

খেলাপি ঋণ আদায় মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৬ মে, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

ঢাকা ব্যাংক খাতুনগঞ্জ শাখার ১২০ কোটি ১৯ লাখ ৬১ হাজার টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় ইলিয়াস ব্রাদার্স পয় ম্যানুফেকচারিং প্ল্যান্ট লিমিটেডের সাবেক পরিচালক আমিনুল করীম ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরুল আবছারের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছেন। মেসার্স এ কে এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্তাধীকারীও আমিনুল করীম। এই প্রতিষ্ঠানের নামে তিনি ও নুরুল আবছার ঢাকা ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে ঋণ নিয়েছিলেন। উক্ত ঋণ পরিশোধ না করায় ২০২০ সালে মামলা করে ঢাকা ব্যাংক। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের কপি ঢাকার বিশেষ পুলিশ সুপার (অভিবাসন) বরাবর পাঠাতে নির্দেশ দিয়েছেন আদালত বলেও জানান রেজাউল করিম।

পূর্ববর্তী নিবন্ধমোটরসাইকেলের সিটের নিচে ১৬টি স্বর্ণের বার, আটক ১
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ১০ হাজার ইয়াবা নিয়ে যুবতী আটক