চতুর্থ তলা থেকে এক তলায় নামতেই নয় মাসেরও বেশি সময় লাগিয়েছেন চট্টগ্রামের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক ইন্সপেক্টর। দীর্ঘদিন ধরে চট্টগ্রামে চাকরি করা এ পুলিশ ইন্সপেক্টরকে পিবিআই মেট্রো থেকে জেলায় বদলি করা হলেও দুই ফ্লোর নেমে নতুন কর্মস্থলে যোগ দিতেই এই দীর্ঘসময় নেন তিনি। এরপর নতুন কর্মস্থলে যোগ দিতে যাওয়ার সময় অফিসের নানা জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার ঘটনাও ঘটিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
চট্টগ্রামে পিবিআই অফিস নগরীর দক্ষিণ খুলশী এক নম্বর সড়কে। একই ভবনের চতুর্থ তলায় পিবিআই চট্টগ্রাম মেট্রো ও প্রথম তলায় পিবিআই চট্টগ্রাম জেলার কার্যালয়। পিবিআই মেট্রোতে গত ২০১৬ সাল থেকে কর্মরত ছিলেন পুলিশ ইন্সপেক্টর কাজী এনায়েত কবির। গত ২০১৯ সালের ২৬ ডিসেম্বর ইন্সপেক্টর এনায়েতকে পিবিআই চট্টগ্রাম জেলায় বদলি করা হয়। অর্থাৎ দুই ফ্লোর নিচে পিবিআই জেলা অফিসে তাকে যোগ দিতে বলা হয়। কিন্তু দিনের পর দিন তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে মেট্রোতে দায়িত্ব পালন করতে থাকেন। নানা চেষ্টা তদবির করে তিনি পুরনো কর্মস্থলে অবস্থান করেন। বিষয়টি নিয়ে সমালোচনা হলে অবশেষে গত ২৭ সেপ্টেম্বর তিনি নতুন কর্মস্থলে যোগ দেন। একই ভবনের দুই ফ্লোর নিচে নামতে কাজী এনায়েত কবিরের এত বেশি সময় লাগার বিষয়টি রহস্যজনক। এই প্রশ্নের কোন সদুত্তর পিবিআই কার্যালয়ের কেউ দিতে পারেননি। পিবিআই চট্টগ্রাম অফিসের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, দুই ফ্লোর নিচে বদলি হওয়ার ঘটনাকে স্বাভাবিকভাবে মেনে নিতে না পারা এনায়েত কবির নতুন কর্মস্থলে যোগ দিতে যাননি। তিনি নানাভাবে চেষ্টা করে এ বদলির আদেশ বাতিল করিয়ে পুরনো কর্মস্থলে থাকার চেষ্টা করেন। কিন্তু সর্বশেষ চেষ্টা ব্যর্থ হলে তিনি নতুন কর্মস্থলে যোগ দেন। এসময় তিনি সহকর্মী ও সেখানে উপস্থিত লোকজনের সাথে খারাপ ব্যবহার করেন।
উল্লেখ্য, এর আগে ২০০৮ সালে খুলশীতে একটি মার্কেট দখল বেদখলের ঘটনায় বেশ বিতর্কিত হন কাজী এনায়েত। ওই সময় তাকে সিএমপি থেকে রংপুর ট্রেনিং স্কুলে বদলি করা হয়েছিল।
বিষয়টি নিয়ে পিবিআই’র একজন পদস্থ কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজী এনায়েত কবির বেশ কয়েক মাস আগে বদলি হলেও গত ২৭ সেপ্টেম্বর নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। বদলি আদেশের নয় মাসেরও বেশি সময় নতুন কর্মস্থলে যোগ না দেয়া প্রসঙ্গে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান। এব্যাপারে কাজী এনায়েত কবিরের মুঠো ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।