দুই নারীর হাত ধরে অস্কার ইতিহাসে ভারত

| মঙ্গলবার , ১৪ মার্চ, ২০২৩ at ১০:৫৪ পূর্বাহ্ণ

সত্যজিৎ রায়, এআর রহমান ও নাটু নাটু অস্কার জিতলেও প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে সেরা স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্রের পুরস্কার জিতেছে ‘দ্য এলিফ্যান্ট হুইসপারারস’। তথ্যচিত্রটি নির্মাণ করেছেন কার্তিকী গঞ্জালভেস, প্রযোজনায় ছিলেন গুণীত মোঙ্গা। দক্ষিণ ভারতে একটি হাতির সঙ্গে আদিবাসী দম্পতির মায়ার বন্ধনে জড়িয়ে যাওয়ার গল্পের অপূর্ব চিত্রায়ন এই পুরস্কার জিতিয়েছে নারী নির্মাতাপ্রযোজক জুটিকে। খবর বিডিনিউজের।

অস্কার জয়ের অনুভূতি জানিয়ে ইন্সটাগ্রামে একটি পোস্ট করেছেন গুণীত মোঙ্গা। তিনি লিখেছেন, প্রথম ভারতীয় প্রোডাকশন হিসেবে অস্কার জেতায় আজকের রাতটা ঐতিহাসিক। ভারতের এ গৌরবোজ্জ্বল জয় এসেছে দুই নারীর হাত ধরে। পোস্টে নির্মাতাসহ প্রোডাকশন ইউনিটের সবার পাশাপাশি নিজের বাবামায়ের প্রতিও কৃতজ্ঞতা জানান প্রযোজক।

স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে ‘দ্য এলিফ্যান্ট হুইসপারারস’সহ ‘হলাউট’, ‘হাউ ডু ইউ মেজার আ ইয়ার?’, ‘দ্য মার্থা মিচেল ইফেক্ট’, ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’ ছবিগুলো মনোনীত হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধসুস্থ সংস্কৃতি চর্চা সমাজকে আলোর পথ দেখায়
পরবর্তী নিবন্ধট্রাব সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা