দুই নম্বর গেট ও ষোলশহর এলাকায়

মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান আটক তিনজনকে কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ মে, ২০২৪ at ১১:১৬ পূর্বাহ্ণ

নগরীর দুই নম্বর গেট, ষোলশহর রেলস্টেশন ও রেললাইনের আশপাশের এলাকায় গাঁজা, ড্যান্ডিসহ (গাম) মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের একটি টিমও অভিযানে ছিল। অভিযানে রুবেল, মো. জহিরুল ইসলাম ও মো. সুমন নামে তিনজনকে আটক করা হয়। তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। গতকাল শনিবার বিকালে চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান এ অভিযান পরিচালনা করেন। তিনি আজাদীকে বলেন, রুবেল ও জহিরুলকে গাঁজা সেবনরত অবস্থায় এবং সুমনকে ড্যান্ডি (গাম) সেবনরত অবস্থায় আটক করা হয়। রুবেলের কাছ থেকে আনুমানিক ১৫১৮ গ্রাম ও জহিরুলের কাছ থেকে আনুমানিক ২৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সুমনের কাছে ১০১২ গ্রাম ড্যান্ডি (গাম) পাওয়া গেছে।

ম্যাজিস্ট্রেট বলেন, মোবাইল কোর্টের কাছে আটককৃতরা অভিযোগ স্বীকার করেছেন এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এজন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০০৮ অনুযায়ী রুবেলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, জহিরুলকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং সুমনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। পরে পরোয়ানামূলে তাদের তিনজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আসামিদের কাছে প্রাপ্ত মাদক ঘটনাস্থলে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহোয়াইটওয়াশের মিশনে ব্যাটিংয়ে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধপ্রচারণায় প্রাধান্য নেতাকর্মীদের মূল্যায়ন ও এলাকার উন্নয়ন