দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সরকারি সফরে গতকাল শনিবার ঢাকায় এসে পৌঁছেছেন। গতকাল দুপুর ২টার দিকে একটি বিশেষ বিমানে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
এদিকে সফরের প্রথমদিন গতকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি, জামায়াত ও এনসিপির শীষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সফরের শেষ দিন আজ রোববার তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন। খবর বাসস ও বাংলানিউজের।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা সফরের দ্বিতীয় দিন আজ রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা সই হতে পারে।
উল্লেখ্য, প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন। যা পাকিস্তান–বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গত বছর বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নতুন গতি পেয়েছে। ইতোমধ্যে দুই দেশ সরাসরি মালবাহী জাহাজ পরিবহন সেবা চালু করেছে। ভিসা ও বাণিজ্য ব্যবস্থা সহজ করেছে এবং সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতিও নিচ্ছে।
বিএনপি–জামায়াত–এনসিপি নেতাদের বৈঠক : পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা গতকাল শনিবার সন্ধ্যায় বৈঠক করেছেন। ঢাকায় পাকিস্তান দূতাবাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়।
এতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা ও সুবিধার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আলোচনায় আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়, যেখানে সার্ক প্রতিষ্ঠায় বাংলাদেশের মৌলিক ভূমিকার কথা স্বীকার করা হয়। নেতারা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অতীতের মতো উচ্চ পর্যায়ের আলাপচারিতাও তুলে ধরেন।
এর আগে বিকেলে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এতে দলটির নায়েবে আমির ড. আবদুল্লাহ মো. তাহের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠক শেষে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি এবং আঞ্চলিক বাণিজ্যে পারস্পরিক সম্পর্ক সহযোগিতা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে দুইটি ভ্রাতৃপ্রতীম রাষ্ট্রের সাথে আরও কীভাবে যোগাযোগ বাড়ানো যায় এবং দক্ষিণ এশীয় সহযোগিতা ফোরাম সার্ককে কীভাবে শক্তিশালী করা যায় এসব বিষয়ে আমরা কথা বলেছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ১৫ বছর বাংলাদেশের পররাষ্ট্র নীতি কিছুটা একপেশে ছিল। এখন বাংলাদেশ সরকার এবং আমরা সকলেই মনে করি যে, এই অঞ্চলে সকল প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের সুসম্পর্ক থাকা দরকার।
পরে সন্ধ্যায় পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠক হয়েছে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে আখতার হোসেন সাংবাদিকদের বলেন, পাকিস্তান নিয়ে বাংলাদেশের জনগণের যে ধারণা, সেটা তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। এনসিপি মনে করে, বিগত সময়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে শত্রুর ভাবাপন্ন সম্পর্ক ছিল, সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে ধারণা, সেটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখতে হবে। আমরা মনে করি, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে একাত্তরের ইস্যুকে অবশ্যই সমাধান করা উচিত।
আজ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের খালেদা জিয়ার সঙ্গে আজ রোববার সাক্ষাৎ করবেন ঢাকায় সফররত পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। গতকাল শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান। তিনি বলেন, রোববার সন্ধ্যা ৭টার দিকে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।