দুই দিন পর ফের বড় দরপতন হলো পুঁজিবাজারে। ৩৫টি কোম্পানিকে হাতে রেখে বাকিগুলোর শেয়ারের সর্বনিম্ন দর বা ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর রোববার বড় দরপতনের পর দুই দিন বাজারে সূচক ছিল ঊর্ধ্বমুখি। মঙ্গলবার থেকে আরো ২৩টি কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পরও সূচকের উত্থানে আশা সঞ্চার হয় বিনিয়োগকারীদের মধ্যে। তবে গতকাল বুধবার ফের দরপতনে বিনিয়োগকারীদের আর্থিক লোকসান বেড়েছে। খবর বিডিনিউজের।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক পড়েছিল ৯৬ পয়েন্ট, যদিও লেনদেন শুরু হয়েছিল ২১৬ পয়েন্ট পতনের মধ্য দিয়ে। সেখান থেকে ১২০ পয়েন্ট পুনরুদ্ধারের পর সোমবার ১৪ পয়েন্ট এবং মঙ্গলবার ২১ পয়েন্ট উত্থানের পাশাপাশি টানা দুই দিন হাজার কোটি টাকার বেশি লেনদেনে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছিল। বুধবারও লেনদেন হয়েছে এক হাজার কোটি টাকার বেশি। গত বছরের জুনের প্রথম সপ্তাহের পর এই প্রথম টানা তিন দিন এই চিত্র দেখা গেল। তবে ৪৯ পয়েন্ট সূচকের পতনের কারণে বিনিয়োগকারীরা স্বস্তিতে নেই। একজন বাজার বিশ্লেষক অবশ্য একে ‘স্বাভাবিক’ সংশোধন হিসেবে দেখছেন। তার মতে অনেক দিন পর বিনিয়োগকারীরা শেয়ার কেনা–বেচা করতে পারছেন। তারা একটি স্ক্রিপ্ট বাদ দিয়ে অন্যটিতে ঢুকছেন। এভাবেই বাজার আগাবে।