দুই দিনেই ৩৪৫ মিলিয়ন ডলার আয় করলো নতুন ‘অ্যাভাটার’

| মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

বিশ্ব বক্স অফিসে শক্তিশালী যাত্রা শুরু করেছে জেমস ক্যামেরনের বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর নতুন ছবি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। ১৯ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ছবিটি। এরপর বলা চলে বক্স অফিসে ঝড় তুলেছে এই সিনেমা। মাত্র দুই দিনেই ছবিটি বিশ্বজুড়ে আয় করেছে প্রায় ৩৪৫ মিলিয়ন ডলার। যদিও এই সূচনা আগের কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’এর তুলনায় কিছুটা কম। তবু বছরের অন্যতম বড় উদ্বোধনী সাফল্যের তালিকায় জায়গা করে নিয়েছে ছবিটি। প্রাপ্ত তথ্যে জানা যায়, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজার থেকে ছবিটি আয় করেছে প্রায় ৮৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ২৫৭ মিলিয়ন ডলার। এর ফলে ২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ বৈশ্বিক উদ্বোধনী ছবিতে পরিণত হয়েছে ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’। প্রথম স্থানে রয়েছে ডিজনির আরেক অ্যানিমেশন ছবি ‘জুটোপিয়া ২’। বিশেষজ্ঞদের মতে, ‘অ্যাভাটার’ সিরিজের আসল শক্তি প্রথম সপ্তাহের আয় নয় বরং দীর্ঘদিন ধরে প্রেক্ষাগৃহে টিকে থাকার সক্ষমতা। আগের দুটি ছবি বড়দিনের সময় মুক্তি পেয়ে ধীরে ধীরে বিপুল আয় করেছিল।

প্রথম ‘অ্যাভাটার’ বিশ্বজুড়ে প্রায় ২ দশমিক ৯ বিলিয়ন ডলার এবং দ্বিতীয় কিস্তি প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলার আয় করে ইতিহাস গড়েছিল।

পূর্ববর্তী নিবন্ধফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে স্পেন ১৮০-তেই থাকল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধচুয়াডাঙ্গায় ইত্যাদি, বিউটিকে নিয়ে গাইলেন পান্থ কানাই