রাশিয়া মাত্র দুই দিনে ইউক্রেইনে ৩০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে বলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন। তিনি আরও জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কো এ পর্যন্ত প্রায় ৪৫০০টি ক্ষেপণাস্ত্র ও ৮ হাজারেরও বেশি বিমান হামলা চালিয়েছে। বিবিসি জানিয়েছে, কিইভে ভূপাতিত একটি ড্রোনে পাশে দাঁড়িয়ে বৃহস্পতিবার রাতে জেলেনস্কি এসব কথা বলেন, এ সময় তিনি মস্কোর বিমান শক্তির ‘ডানা বেঁধে’ দেওয়ার প্রত্যয় জানান। খবর বিডিনিউজের।
পশ্চিমা কর্মকর্তাদের বিশ্বাস, ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক ড্রোন সরবরাহ করেছে, কিন্তু মস্কো ও তেহরান এটি অস্বীকার করেছে। সমপ্রতি তাপমাত্রা নামতে শুরু করার পর ইউক্রেইনের বিদ্যুৎ, পানি সরবরাহের মতো বেসামরিক অবকাঠামোগুলো ধ্বংস করার লক্ষ্যে হামলা হামলা শুরু করে রাশিয়া। এসব হামলায় ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আত্মঘাতী ড্রোন ব্যবহার করে মস্কো।
পশ্চিমা দেশগুলো বলছে, ইরান তাদের নিজেদের তৈরি ড্রোন মস্কোকে সরবরাহ করছে এবং ইরানি সামরিক বাহিনীর বিশেষজ্ঞরা রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় পাইলটদের প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্য অবস্থান করছে। তাদের অবকাঠামোতে আক্রমণ চালাতে ব্যবহৃত কিছু ড্রোনকে ইরানি শাহেদ-১৩৬ ড্রোন বলে শনাক্ত করেছে কিইভ। এসব ড্রোন ‘কামিকাজে’ ড্রোন হিসেবে পরিচিত, কারণ এগুলো হামলার সময় ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মঘাতী মিশন পরিচালনা করা জাপানি ফাইটার পাইলটদের ইউনিটের নাম ছিল এটি।