দুই দশকে ছন্দানন্দ, বর্ণিল আয়োজন

| সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১১:৫১ পূর্বাহ্ণ

ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের দুই দশকে পদার্পণ উপলক্ষে গত ১৭ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে স্মরণিকা ‘ছন্দানন্দ’ এর পাঠ উন্মোচন, কথামালা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা সংগীতশিল্পী নন্দদুলাল গোস্বামীর সভাপতিত্বে এতে অতিথি আলোচক ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. অর্পিতা দত্ত এবং কবি ও সাংবাদিক শাহিদ হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন গল্পকার আহমেদ মনসুর ও কবি মঈন ফারুক। উপস্থাপনায় ছিলেন পুস্পিতা বৈদ্য, রিংকি মজুমদার ও স্বস্তিকা দেব। অতিথিরা স্মরণিকা ‘ছন্দানন্দ’এর পাঠ উন্মোচন করেন এবং বার্ষিক সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে নন্দদুলাল গোস্বামীর সম্মানে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় এবং প্রদান করা হয় বিশেষ সম্মাননা স্মারক। সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর সংগীত পরিবেশন করেন আনুষ্কা চৌধুরী, রিমন চৌধুরী, লগ্নজিতা রায়, শ্রেষ্ঠা দাশগুপ্তা, মৃন্ময় দে, সায়নী চৌধুরী, অধরা সরকার, দিবা ধর, নির্ময় শিকদার, অদ্রিতা বড়ুয়া, মিথিলা বড়ুয়া, অঙকুশ, রাজদেব নাথ, ঋতু শীল, পুষ্পিতা বড়ুয়া, আরাধ্য দাশ, নবরূপা, ইন্দ্ররাজ বড়ুয়া, তুর্য দে, অদ্রিজা মহাজন, স্নেহা বৈষ্ণব, পূজা চৌধুরী, রাজর্ষি বড়ুয়া, রিক্তিকা ভৌমিক, সৃষ্টি চৌধুরী, আরাধ্যা বৈষ্ণব, সারা নওরিন, তৃষ্ণা বড়ুয়া, অর্পিতা দাশ, অবন্তিকা বিশ্বাস, বিজয় চৌধুরী, কৌশিক বড়ুয়া, জয়িতা সরকার, ঐন্দ্রিলা দে, মালিহা জিন্নাত, জিশান নাথ, রিচি ভৌমিক, অর্পিত ও বিজয় যৌথ। ঋদ্ধি বড়ুয়া রাগ বৈরভী পরিবেশন করেন। সংগীত পরিবেশন করেন আরাধ্য বড়ুয়া, সুদীপা দেবী, অংকিতা পাল, অনন্যা বিশ্বাস, ঐশী দে, মৌহিতা বড়ুয়া, রিতি ভট্টাচার্য্য, রাইসা, পুষ্পিতা সেন, রিংকি মজুমদার, স্বস্তিকা দেব, নিধি চৌধুরী, নিশি ধর, পুষ্পিতা বৈদ্য, নবনীতা চৌধুরী, প্রিয়ন্তি ভট্টাচার্য্য, উপমা বড়ুয়া, পিংকা সেন ও পিংকা নিশি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপ ফাউন্ডেশনের পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধসাত লাখ টাকায় রাশিয়া, ৬ মাসের মাথায় ফিরতে হল ৩৫ জনকে