অবস্থানগত ছাড়পত্র ব্যতিরেকে বহুতল ভবন নির্মাণ করায় দুই ডেভেলপার প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে পৃথক শুনানী শেষে ডেভেলপার প্রতিষ্ঠান সেভেন প্রপার্টিজ লিমিটেড এবং কোরাল রীফ প্রপার্টিজ লিমিটেড নামের প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করেন কার্যালয়ের পরিচালক মো. নূরুল্লাহ নূরী। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণ খুলশী এলাকার ২নং রোডের ৪৪নং হোল্ডিংয়ের ন্যামহিল হাইটস নামের ৭তলা ভবন তৈরিতে অবস্থানগত ছাড়পত্র না নেওয়ায় সেভেন প্রপার্টিজ লিমিটেড নামের প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে জরিমানা করেন। শুনানীতে প্রতিষ্ঠানটির লিগ্যাল অফিসার আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। অন্যদিকে একইভাবে আগ্রাবাদ চৌমুহনীতে ১৫তলা ভবন নির্মাণের অবস্থানগত ছাড়পত্র না নেওয়ায় কোরাল রীফ প্রপার্টিজ লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। শুনানীতে প্রতিষ্ঠানটির ম্যানেজার জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক নূরুল্লাহ নূরী দৈনিক আজাদীকে বলেন, বহুতল ভবন নির্মাণ করতে গেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র লাগে। আমরা বিষয়টিতে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছি। নগরীতে যেসব ভবন উঠেছে তন্মধ্যে যারা অবস্থানগত ছাড়পত্র নেননি, তারা বিধি মেনে যাতে পরিবেশগত ছাড়পত্র নিয়ে নেয়। অন্যতায় সবাইকে আইনের আওতায় আনা হবে। একইভাবে বৃহস্পতিবার দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।