দুই জনের ১৭ বছর কারাদণ্ড

বহদ্দারহাটে পুলিশের সাথে গোলাগুলি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ মার্চ, ২০২১ at ৫:৪৫ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজারে বসে ডাকাতির প্রস্তুতি ও পুলিশের সাথে গোলাগুলির ঘটনার মামলায় দুইজনকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত শুনানি শেষে উক্ত রায় ঘোষণা করেন। অতিরিক্ত পিপি মো. নোমান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুরো বিচার প্রক্রিয়ায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।আসামিরা হল- চান্দগাঁও থানার পশ্চিম ফরিদা পাড়া ঝর্ণা কলোনির মৃত ইউসুফের ছেলে মো. ইদ্রিস ও হাটহাজারীর পূর্বধলই মুরাদ তালুকদার বাড়ির নুরুল ইসলামের ছেলে ইকবাল প্রকাশ সুমন। মামলায় ইদ্রিসকে ১০ বছর ও সুমনকে ৭ বছর কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় ইদ্রিস আদালতে উপস্থিত ছিলেন। সুমন পলাতক।
আদালতসূত্র জানায়, ২০১৫ সালের ১৬ আগস্ট সংঘবদ্ধ একটি ডাকাতদলের সাথে বহদ্দারহাট কাঁচাবাজারে পুলিশের সাথে গুলি বিনিময় হয়। একপর্যায়ে পুলিশ সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইদ্রিস ও সুমনকে গ্রেফতার করে।

পূর্ববর্তী নিবন্ধএবাদত ও এখলাসের জৌলুশ সালানা ওরছে হযরত গাউছুল আজম (রা.)
পরবর্তী নিবন্ধইউএসটিসির বহুতল ভবন ভাঙার কাজ বন্ধের দাবি