দুই জনের বিরুদ্ধে কারাবন্দির মামলা

মামলা পরিচালনার কথা বলে টাকা আত্মসাৎ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩১ মে, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

চেক প্রতারণা মামলা পরিচালনার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক কারাবন্দি। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহর আদালতে রাকিব হাসান নামের ওই কারাবন্দি মামলাটি দায়ের করেন। দুই অভিযুক্ত হলেন, নগরীর হালিশহরের বাসিন্দা মোহাম্মদ হোসেন ও ইবনে খালেদ।

কারাবন্দি রাকিব হাসানের আইনজীবী মোস্তফা নুর আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কারাগারে থাকা সাক্ষাৎকার কক্ষে অভিযুক্ত দুই ব্যক্তির সাথে পরিচয় হয় রাকিবের। একপর্যায়ে তার মামলা বিষয়ে কথা হয়। অভিযুক্তরা মামলাটি পরিচালনা করবেন মর্মে তাকে নিশ্চয়তা দেন। পরবর্তীতে পরিবারের লোকজনের মাধ্যমে গত ২৩ মে নগদ এক লাখ টাকা তাদের দেওয়া হয়। পাশাপাশি এক লাখ ও পাঁচ লাখ টাকার পৃথক দুটি চেক দেওয়া হয়। আইনজীবী বলেন, টাকা নেওয়ার পরপর অভিযুক্তরা যোগাযোগ বন্ধ করে দেন। কারাবন্দি রাকিব হাসান চাঁদপুরের বাসিন্দা উল্লেখ করে আইনজীবী আরো বলেন, আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিন কেন ক্ষয়ে যাচ্ছে
পরবর্তী নিবন্ধসন্তানদের শিক্ষায় আরও বিনিয়োগে মুসলিম উম্মাহর প্রতি আহ্বান