নগরীর সিরাজউদ্দৌলা রোড এলাকায় ফার্মেসি ব্যবসায়ী কাজল চৌধুরী হত্যা মামলায় দুই ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডবিধির ৩০২ ধারায় তাদেরকে এ সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি দণ্ডবিধির ৩৯৪ ধারায় দুই আসামিকে ১০ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দুই ছিনতাইকারী হলেন, নগরীর বায়েজিদের আতুরার ডিপো মৃধা পাড়ার আবু ছিদ্দিকের ছেলে মো. হাছান ও ঝালকাঠি জেলার নলছিটি থানার মো. আসসাফ আলীর ছেলে আবু বক্কর খান রাজু। গতকাল চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিন এই রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডিত হাছান কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। অপর দণ্ডিত আসামি আবু বক্কর পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কেশব নাথ আজাদীকে বলেন, আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুই ছিতনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। বিচারকাজ চলাকালীন মোট ১৬ জনের সাক্ষ্য রেকর্ড করা হয়েছে। আদালতসূত্র জানায়, ২০০৪ সালের ১৩ আগস্ট কোতোয়ালী থানাধীন সিরাজুদ্দৌল্লা রোড এলাকায় কাজল চৌধুরী নামের ফার্মেসি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সাথে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় আসামিরা। ব্যাগে ছিল ওষুধ বিক্রির ২৭ হাজার ৩৭০ টাকা। ঘটনার সময় আশপাশের লোকজন ছুটে আসলে তাদের কয়েকজনকেও ছুরিকাঘাত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় কাজলের মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা তদন্ত শেষে ২০০৬ সালের ৩০ মে পুলিশ চার্জশিট দিলে একই বছরের ২০ নভেম্বর চার্জগঠন করে আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন বিচারক।