দুই গোল করা ঋতুপর্ণা বললেন একটা লক্ষ্য নিয়ে আমরা এখানে এসেছি

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৫:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের নারী ফুটবলাররা বলতে গেলে দেশের ফুটবলের ভার বহন করে চলেছে। বিশেষ করে দক্ষিণ এশিয়া পর্যায়ে একরকম পরাশক্তি বাংলাদেশের নারীরা। এবার সে পরিধি আরো বড় করার স্বপ্ন। তেমনই এক স্বপ্ন নিয়ে এএফসি এশিয়া কাপের বাছাই পর্ব খেলতে মায়ানমার গিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। বাহরাইনের বিপক্ষে জয়ে স্বপ্ন পূরণের পথে একধাপ এগিয়ে যাওয়ার পাশাপাশি স্বপ্নের পরিধিও যেন বড় হচ্ছিল। কিন্তু গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ মিয়ানমারের বিপক্ষে ম্যাচটি যে ছিল একরকম ফাইনাল সেটাও ভুলে যাননি বাংলাদেশের নারীরা। শেষ পর্যন্ত সে ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে স্বপ্ন পূরণের দোড় গোড়ায় এখন ঋতুপর্নামনিকারা। স্বপ্নের সে লক্ষ্যপূরণ বলতে গেলে এখন কেবলই সময়ের ব্যাপার। তবে ঋতুপর্ণা চাকমা মাটিতে পা রাখলেন। বুঝিয়ে দিলেন, এএফসি উইমেন’স এশিয়ান কাপের মূল পর্বে পৌঁছানো বাকি রয়েছে এখনও। এএফসি উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে বুধবার ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে স্বাগতিক মিয়ানমারকে ২১ গোলে হারায় বাংলাদেশ। ১৮ ও ৭২ মিনিটের গোলে দলের জয়ের কারিগর ঋতুপর্ণা। শেষ দিকে মিয়ানমারকে ব্যবধান কমানো গোল এনে দেন উইন উইন। বাহরাইনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৭০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের টেবিলে শীর্ষে উঠল পিটার জেমস বাটলারের দল। আগামী শনিবার নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে মেয়েরা। এই গ্রুপের চার দলের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে দুর্বল দল তুর্কমেনিস্তান। তাদের অবস্থান ১৪১তম। বাছাইও তারা শুরু করে মিয়ানমারের বিপক্ষে ৮০ গোলে হেরে। তাদের বিপক্ষে বাংলাদেশের জয়টা প্রত্যাশিতই। তবে এখনও সবকিছু নিশ্চিত ধরে নিতে চান না ঋতুপর্ণা। এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল মিয়ানমার। ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৫৫তম। আগের দেখায় বাংলাদেশের বিপক্ষে তারা জিতেছিল ৫০ গোলে। তবে এবার তাদের হারাতে পারার আনন্দ আড়াল করেননি ঋতুপর্ণা। সামনের পথচালায় এই তারকা ফরোয়ার্ড পাশে চাইলেন সমর্থকদেরও। প্রথমেই বলব আমরা বাংলাদেশ থেকে একটা লক্ষ্য নিয়ে এসেছি। আর সে লক্ষ্যটা ছিল ম্যাচ বাই ম্যাচ জেতার। আমরা আমাদের যার যা পারফরম্যান্স, তা দেওয়ার চেষ্টা করেছি এবং সে অনুযায়ী ফল পেয়েছি। সমর্থকদের বলব, সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন যেভাবে সমর্থন দিচ্ছেন, আগামীতেও একইভাবে সমর্থন দিয়ে যান।

পূর্ববর্তী নিবন্ধঋতুপর্ণা চাকমার বিশাল সম্ভাবনা দেখছেন কোচ পিটার বাটলার
পরবর্তী নিবন্ধস্কপের শ্রমিক সমাবেশ