নগরীর কোতোয়ালী থানার একটি স্বর্ণ পাচার মামলায় মো. আব্দুল মান্নান (৩৫) নামে এক ব্যক্তিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ রায় দেয়।
দণ্ডপ্রাপ্ত মো. আব্দুল মান্নান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার তালুকদার বাড়ির মৃত হানিফের ছেলে। বাংলানিউজ
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি নগরীর কোতোয়ালী থানার পুরাতন রেলওয়ে স্টেশনের যাত্রী ছাউনী সংলগ্ন স্টেশন এলাকায় চেকপোস্ট চলাকালে মো. আব্দুল মান্নানকে মহানগর গোয়েন্দা বিভাগ আটক করে।
তার দেহ তল্লাশি করে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার ওজন দুইশ’ তোলা। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ২ কোটি টাকা। ঘটনার দিনই আটক মান্নানের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগ এনে তৎকালীন গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা করেন।
মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) এর সহযোগী অ্যাডভোকেট সাব্বির আহমেদ শাকিল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কোতোয়ালী থানার আলোচিত স্বর্ণ পাচার মামলায় আদালত ৮ জনের সাক্ষ্যগ্রহণ ও যাচাই-বাছাই শেষে মো. আব্দুল মান্নানকে দোষী সাব্যস্ত করেন। আদালত বিশেষ ক্ষমতা আইনে তাকে ৫ বছরের কারাদণ্ড দেয়। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত।