দুই ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

চন্দনাইশে পরিবেশের অভিযান

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ১০:৪৩ পূর্বাহ্ণ

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহায়তায় চন্দনাইশের কাঞ্চননগরে গড়ে ওঠা ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার বেলা ১১টায় চন্দনাইশের কাঞ্চননগরে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে ইটভাটা স্থাপন করায় মেসার্স ন্যাশনাল ব্রিকস ম্যানুফেকচার ও মেসার্স শাহ আলী রজা (রহঃ) ব্রিকস ম্যানুফেকচার নামে দুই ইটভাটাকে ১ লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক জানান, নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে ইটভাটা স্থাপন করায় কাঞ্চননগরের দুটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ রক্ষার্থে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে দোলনচাঁপার সম্মাননা পেলেন ৮ নারী
পরবর্তী নিবন্ধকিডনি রোগী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন