নগরীর বাকলিয়ার আলোচিত জোড়া খুনের মামলায় গ্রেপ্তার দুই আসামির ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুই আসামি হলেন মো. বেলাল ও মো. মানিক। গতকাল রোববার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে তাদের ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। একই আদালতে মামলার প্রধান আসামি সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদকে (অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন) গ্রেপ্তার দেখানোর (শ্যোন এরেস্ট) আদেশ চেয়ে আবেদন করা হলে বিচারক সেটি মঞ্জুর করেন। এ সময় আদালত পাড়ায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ–কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। ছোট সাজ্জাদ ও চট্টগ্রামের আলোচিত আরেক সন্ত্রাসী সরোয়ার হোসেনের বিরোধের জেরে সংঘটিত জোড়া খুনের ঘটনার পর গত ২ এপ্রিল নগরীর বহদ্দারহাটের খাজা রোড থেকে মো. বেলালকে ও পরদিন ৩ এপ্রিল জেলার ফটিকছড়ি থেকে মো. মানিককে গ্রেপ্তার করে নগরীর বাকলিয়া থানা পুলিশ। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। এর আগে ৩০ মার্চ রাত ২টায় জোড়া খুনের ঘটনা ঘটে। খুনের শিকার দুই ব্যক্তি হলেন বখতিয়ার হোসেন ও মো. আব্দুল্লাহ।
এ ঘটনায় বখতিয়ার হোসেনের মা ফিরোজা বেগম বাকলিয়ায় থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখ করা হয়। তারা হলেন ছোট সাজ্জাদ, তার স্ত্রী শারমিন আক্তার তামান্না, মো. হাছান, মোবারক হোসেন ইমন, খোরশেদ, রায়হান, বোরহান ও মো. খায়রুল আলম। মামলায় গ্রেপ্তার দুই আসামি মো. বেলাল ও মো. মানিকের নাম নেই। ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি তদন্তে পেয়েছে পুলিশ।
জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, দুই সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও সরোয়ার হোসেনের বিরোধের জের ধরে জোড়া খুনের ঘটনা ঘটেছে। সাজ্জাদকে ধরিয়ে দেওয়ায় জন্য দায়ী করে ক্ষুব্ধ হয়ে সরোয়ার ও তার অনুসারীদের ওপর এই হামলা চালানো হয়।