দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ১৯টি বিপজ্জনক পণ্যবোঝাই কন্টেনার ধ্বংস করেছে চট্টগ্রাম কাস্টম হাউজ ও বন্দর কর্তৃপক্ষ। ধ্বংসকৃত পণ্যের মধ্যে রয়েছে আনকোটেড ক্যালসিয়াম কার্বনেট ১৬ কন্টেনার, অরেঞ্জ ইমালসন ১ কন্টেনার, সুইট ওয়ে পাউডার ১ কন্টেনার এবং স্কিম্ড মিল্ক পাউডার ১ কন্টেনার। গত ২৫ ও ২৬ অক্টোবর এসব পণ্য ধ্বংস করা হয়।
বন্দর ও কাস্টমস সূত্র জানিয়েছে, এসব পণ্য দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল; যা বন্দরের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে রেখেছিল।
এর আগে গত বছরের অক্টোবর মাসে চট্টগ্রাম কাস্টমস হাউস এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে উদ্যোগ নিয়ে ১৪ বছর ধরে বন্দর প্রাঙ্গণে পড়ে থাকা অতিমাত্রায় দাহ্য চারটি হ্যাজার্ড কার্গো কন্টেনার বন্দর এলাকা থেকে অপসারণ এবং ধ্বংস করে।
চট্টগ্রাম বন্দরের কন্টেনার জট কমানোর লক্ষ্যে বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা প্রায় ১০ হাজার টিইইউএস কন্টেনার (৬ হাজার ৬৯ বক্স) ইনভেন্টরি সম্পন্ন করে তা দ্রুততম সময়ের মধ্যে নিলামে বিক্রয় করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি বিশেষ আদেশ জারি করেছে। ইতোমধ্যে এসব কন্টেনারের মালামালসমূহের ইনভেন্টরি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ কন্টেনারের নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সূত্র বলেছে, চট্টগ্রাম কাস্টম হাউস দ্রুততার সঙ্গে চলমান নিলাম সম্পন্ন করে, যাতে বন্দরের কন্টেনার জট কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখা যায়। চট্টগ্রাম বন্দরের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সব সংস্থার সহযোগিতায় বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা বিপজ্জনক আরো পণ্য পর্যায়ক্রমে ধ্বংস করবে বলে সূত্র নিশ্চিত করেছে।












