দীর্ঘ জীবনের জন্য গিনেস জিতল ‘পিচ্চি’ ইঁদুর

| সোমবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ জীবন অতিবাহিত করায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস পুরস্কার জিতেছে একটি পিচ্চি ইঁদুর। তার বয়স ৯ বছর ২১২ দিন। দীর্ঘ জীবনের জন্য ইঁদুরটিকে একটি প্রশংসা পত্রও দিয়েছে সান দিয়েগো চিড়িয়াখানা বন্যপ্রাণী জোট। দেহের আকারের কারণে চারপেয়ে প্রাণীকে পিচ্চি বলা হলেও তারা প্যাসিফিক পকেট মাউস নামে পরিচিত। আকারে ক্ষুদ্র ইঁদুরের বৈজ্ঞানিক নাম পেরোগনাথুস লংজিমমেব্রিস প্যাসিফিকাস। এরা ক্যালিফোর্নিয়ার স্থানীয়, বাস করে উপকূলীয় ইকোরিজিয়ানের বালুকাময় উপকূলীয় মাটিতে। এদের খাদ্য মূলত ছোট ছোট বীজ ও ক্ষুদ্র পোকামাকড়। ১৯৯৩ সাল পর্যন্ত প্যাসিফিক পকেট মাউস বিলুপ্ত বলে বিশ্বাস করা হচ্ছিল। খবর বাংলানিউজের।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস পুরস্কার জেতা ইঁদুরটির নাম প্যাট। মানুষের হাতেই বেড়ে ওঠা ইঁদুরটি গত বুধবার সবচেয়ে বয়স্ক জীবন্ত ইঁদুর হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস পুরস্কারের জন্য মনোনীত হয়। পরে সান দিয়েগো চিড়িয়াখানা বন্যপ্রাণী জোট তাকে একটি প্রশংসাপত্র দিতে অনুষ্ঠান আয়োজন করে। ২০১৩ সালের ১৪ জুলাই সান দিয়েগো চিড়িয়াখানার সাফারি পার্কে সংরক্ষণ প্রজনন কর্মসূচির অধীনে জন্ম হয় প্যাটের।

পূর্ববর্তী নিবন্ধ৫ হাজারেরও বেশি অন্তঃসত্ত্বা রুশ নারী আর্জেন্টিনায়, কেন?
পরবর্তী নিবন্ধএবার কানাডার আকাশ থেকে অজ্ঞাত বস্তু গুলি করে নামাল যুক্তরাষ্ট্র