দীর্ঘ প্রায় এক মাসের বেশি সময় পর আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে। এর আগে ১৩ মার্চ থেকে বন্ধ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চবির অফিস ছুটি হয়েছে গত ২৬ মার্চ থেকে। দীর্ঘদিন পর আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে চবি ক্যাম্পাস। এর মধ্যে গত রোববার থেকে চবির শাটল ট্রেন যথারীতি শিডিউলে চলাচল করছে।