কালো প্যাস্টেলে চোখ দুটো বাকি ঠোঁটটা এঁকেছি সবে
ঘুমালো যে ছেলে যুদ্ধের মাঠে আজ তাঁকে আঁকা হবে।
মুখটা যে ভালো আঁকতে পারি না পেন্সিলে কাটাকুটি
হঠাৎই সামনে দাঁড়ালো দীপুটা।
বললো,‘আজ কি ছুটি ?’
কেমন আছে প্রিয় স্বদেশ আমার কেমন আছে ফুল,পাখি
আজও কি আঁধারে তিস্তার পাড়ে জ্বলে নীল জোনাকি?
নির্বাক আমি চেয়ে আছি শুধু প্রাচীন পাথর চোখে
কত শত দিন খুঁজেছি ও মুখ নীল রঙ চাপা শোকে।
আমি ফিরে গেছি যুদ্ধের মাঠে বুকে বিজয়ের গান
তাঁর কাঁধে সহযোদ্ধার লাশ, এক হাতে স্টেনগান।
দীপু নামে সেই কিশোর ছেলেটা নীল নীল দুটি চোখ
চোখের স্বপ্ন বুকে একাকার, দেশটা স্বাধীন হোক!
লাল সবুজের স্বাধীনতা এলো সোনা রঙ ডানা মেলে
দীপু দিয়ে গেল বুকের শোণিতে সূর্য আবির ঢেলে।
ফিরেছে দীপুটা স্বাধীন স্বদেশে, মার কোল ভরা লাশে
নদী,ফুল জানে পাখিদের গানে দীপুরাই সুখে হাসে।








