দীপাবলির রাতে প্রেমে মশগুল রণবীর-আলিয়া!

| শনিবার , ৬ নভেম্বর, ২০২১ at ৯:০৮ পূর্বাহ্ণ

বলিউড তারকা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটের মধ্যে প্রেমের সম্পর্ক ২০১৭ সাল থেকে। তবে এ সম্পর্ক নিয়ে লুকোচুরি করেছেন এ জুটি। তবে আর কোনও লুকোচুরি নেই। দিওয়ালির রাতে তাদের মনে বসন্ত এসে গিয়েছিল। তার অংশই আলিয়া নিজেই প্রকাশ করেছেন। খবর বাংলানিউজের। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দিওয়ালি লুক শেয়ার করেন আলিয়া। এদিন রণবীর পরেছিলেন গাঢ় নীল রঙের কুর্তা। অন্যদিকে আলিয়ার লেহেঙ্গাতেও ছিল নীলের ছোঁয়া। রণবীরের হাত জড়িয়ে রেখেছিল আলিয়ার কোমর। আলিয়াও জড়িয়েছিলেন রণবীরকে। চলতি বছরের অক্টোবরে রণবীরের জন্মদিন যোধপুরে উদযাপন করেছেন এই জুটি। সেখান থেকে নিজেদের একটি ছবি পোস্ট করে রণবীরকে ভার্চুয়ালি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন আলিয়া।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের মানবিক বিকাশ অপরিহার্য
পরবর্তী নিবন্ধ‘বালুচরে কাশফুল’