দীপশিখার আয়োজনে খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| রবিবার , ৪ মে, ২০২৫ at ৭:০১ পূর্বাহ্ণ

জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো দীপশিখা খেলাঘর আসর। এনায়েত বাজার মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আসরের সহসভাপতি রুমা বিশ্বাস। সাধারণ সম্পাদক রুবেল দাশ প্রিন্সের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন খেলাঘর মহানগরী কমিটির সহসভাপতি কবি আশীষ সেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক সাবেকুন নাহার ঝর্ণা, অধ্যাপক ইন্দিরা চৌধুরী, বনবিহারী চক্রবর্তী, শিক্ষিকা কৃষ্ণা মিত্র, দিপু শর্মা ও নিলয় দে। আসরের সংগীত প্রশিক্ষক অধ্যাপক সুচিত্রা চৌধুরীর পরিচালনায় আসরের ভাইবোনেরা সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করে। শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাইফুদ্দিন উদ্দিন কাদের চৌধুরী একজন বড় মনের মানুষ ছিলেন
পরবর্তী নিবন্ধদ্বীনি প্রতিষ্ঠান থেকে তৈরি হয় ভবিষ্যতের নৈতিক নেতৃত্ব