খাগড়াছড়িতে ‘টিও (ট্রেড অর্গানাইজেশন) প্রদান ও পুরনো কার্ডধারীদের বাদ না দেওয়ার’ দাবিতে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ। গতকাল সোমবার দুপুরে দীঘিনালা উপজেলা পরিষদ সংলগ্ন কৃষি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক খুচরা সার বিক্রেতা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কোষাধ্যক্ষ খোকন চাকমা। তিনি বলেন, আমরা কৃষকের সেবা করতে চাই, কিন্তু বারবার নিয়ম পরিবর্তনে আমাদের জীবিকা হুমকির মুখে পড়ছে। যারা মাঠ পর্যায়ে কাজ করেন, তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি।
সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায়, তাহলে ক্ষুদ্র সার বিক্রেতারা টিকে থাকতে পারবে না। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, কার্যকরী কমিটির সদস্য মো. নাঈম ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের মাধ্যমে কৃষি সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।