খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার সকালে উপজেলার নয় মাইল এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান সেনাবাহিনী দীঘিনালা জোনের উপ–অধিনায়ক মেজর নাহিদ।
তিনি বলেন, দীঘিনালার ৯ মাইল এলাকায় মাইনী সেতুর সরঞ্জামাদি পরিবহনের সময় মোটা অঙ্কের চাঁদা দাবি করে সশস্ত্র একটি দল। অভিযানে ১টি গাদা বন্দুক, ১ টি দেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ১টি এ্যান্টেনা ও ২টি মোবাইল জব্দ করা হয়।