দীঘিনালায় ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৫:৫৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় প্রথমবারের মতো ব্যতিক্রমী ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বিশ্ব সাহিত্য কেন্দ্র। গত মঙ্গলবার দীঘিনালা উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কমপ্লেক্সের হলরুমে বইমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ। মেলা উপলক্ষে সকাল থেকে বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ভিড় করে।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ মো.কামরুজ্জামান বলেন, সারা দেশে ৬৪টি জেলা এবং ৬৪ উপজেলায় ভ্রাম্যমাণ বই মেলা আয়োজন করা হয়। দীঘিনালায় গতকাল মঙ্গলবার থেকে মেলা শুরু হয়েছে। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে আগামী ২ মে পর্যন্ত। মেলা থেকে বই কেনার পাশাপাশি পাঠেরও সুযোগ রয়েছে। মেলা থেকে ৩০ শতাংশ কমিশনে বই কেনার সুযোগ রয়েছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. মামুনুর রশীদ বলেন, এই ধরনের উদ্যোগে শিক্ষার্থীরা বই পাঠে আগ্রহী হবে। সকাল থেকে আশপাশের বিদ্যালয়ে শিক্ষার্থীরা এখানে এসে বই পড়ছে। এধরনের উদ্যোগ অব্যাহত রাখা হলে নতুন প্রজন্ম বইমুখী হবে। আগামী চার দিন মেলা চলবে।

পূর্ববর্তী নিবন্ধ৪১ নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা
পরবর্তী নিবন্ধগোয়ালপাড়ায় ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪