খাগড়াছড়ি দীঘিনালায় মেরুং ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ শ ৪৯ পরিবারের মাঝে নগদ ৬ হাজার টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে নগদ টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ১ টি বালতি, ২টি সাবান, ১ কেজি ডিটারজেন পাউডার, ১ টি স্যানিটারী ন্যাপকিন ও ১ টি নেইল কাটার। ইউকেএইড ও মিনিষ্ট্রি অফ ফরেন এফের্সাস নেদারল্যান্ডের আর্থিক সহযোগিতায় কারিতাস বাংলাদেশের ব্যাবস্থাপনায় স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি এ মানবিক সহায়তার নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে। এ উপলক্ষে ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ। উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, প্রদীপ চৌধুরী প্রমুখ। জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা জানান, মেরুং ইউনিয়নে সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৪৯ পরিবারের মাঝে এ সহযোগিতা দেয়া হচ্ছে। এর আগে বিভিন্ন সময়ে উপজেলার দীঘিনালা, বাবুছড়া, বোয়ালখালী, কবাখালী ৪ টি ইউনিয়নের ৩৪৪ পরিবারের মাঝেও নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছিল।