দীঘিনালায় পাহাড় কাটায় দেড় লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫১ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে পাহাড় কর্তনের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাত ১১টায় দীঘিনালার বোয়ালখালী ইউনিয়নের কলেজ টিলা এলাকায় পাহাড় কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দীঘিনালা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ । অভিযান পরিচালনাকালে টিলা কাটার কারণে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ নং ধারা মোতাবেক একজনকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।

ইউএনও মো. মামুনুর রশীদ বলেন, পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ জানার পরও অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে একজনকে দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনতুন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধপ্রজনন স্বাস্থ্যসেবা ও জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ