মানুষে মানুষে নয় যেন মানুষের সাথে মাছের শত্রুতা! পটিয়ায় একটি দীঘিতে শত্রুতা বশত বিষ প্রয়োগ করে ১৫ লক্ষ টাকার মাছ মারার অভিযোগ উঠেছে। উপজেলার কেলিশহর ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রামের ভট্টাচার্য্য দীঘিতে গত বৃহস্পতিবার রাতে বিষ প্রয়োগের এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগ করায় গতকাল শুক্রবার সকালে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে দীঘির পানিতে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মাছ নষ্ট হয় মর্মে আশীষ সেন নামে একজন বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, ২০ কানির ভট্টাচার্য্য দীঘিতে বর্তমান অংশীদার আশীষ সেন, প্রদীপ সেন, বোরহান উদ্দিন ও নুরুল ইসলামসহ ৬/৭ জন মিলে মাছ চাষ করে আসছে। গত বৃহস্পতিবার রাতে কেলিশহর এলাকার এক মেম্বারের পুত্রসহ কয়েকজন সিএনজি নিয়ে দীঘির পাড়ে আসে। এ সময় আহমদ হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি খালের জাল নিয়ে মাছ ধরতে যাওয়ার সময় তাদেরকে দেখে ফেলে। এরপর সে শোরচিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাদের ধাওয়া করে। তখন তারা সিএনজি নিয়ে পালিয়ে যায়। কিন্তু শুক্রবার সকালে স্থানীয়রা দেখতে পায় দীঘিতে মাছ মরে ভেসে উঠেছে।
এ ব্যাপারে কেলিশহর ইউপি চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু জানান, এ দীঘিটি অংশীদার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তবে দীঘিতে অনেক টাকার মাছ শুক্রবার মরে ভেসে উঠার খবর পেয়েছি।
এ বিষয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।