চট্টগ্রাম– দোহাজারী পৌরসভার দিয়াকুল আশ্রয়ণ প্রকল্পের সড়ক ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে মাটি সরে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উল্লেখ্য ১৯৯৯ সালে নির্মিত ১০০টি টিনের ঘর ভেঙে ২০২৩ সালে নতুন করে ১১৬টি আধা–পাকা ঘর নির্মাণ করেন চন্দনাইশ উপজেলা প্রশাসন। বর্তমানে সেখানে ভূমিহীন ১১৬টি পরিবার বসবাস করছে। চলতি বর্ষামৌসুমে টানাবৃষ্টি আর পাহাড় থেকে নেমে আসা পানিতে রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়ে নিজেদের উপার্জন মাধ্যম সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ হয়ে পড়েছে। এই অবস্থায় অসুস্থ রোগী হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই অনতিবিলম্বে পানি নিষ্কাশনের নালা নির্মাণ, সড়ক বাতি স্থাপনসহ রাস্তাটি সংস্থারের জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মো.সাইমুন
দিয়াকুল, দোহাজারী পৌরসভা, চট্টগ্রাম।