দিশেহারা মানুষের ভাগ্য পরিবর্তনে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা

স্বদেশ প্রত্যাবর্তন দিবস

আজাদী ডেস্ক | বুধবার , ১৮ মে, ২০২২ at ৮:০১ পূর্বাহ্ণ

 

 

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস গতকাল চট্টগ্রামের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ১৯৭৫ এর বিয়োগান্তক অধ্যায়ের পর শেখ হাসিনা প্রবাসে দীর্ঘদিন কাটাতে বাধ্য হবার পর আওয়ামী লীগ তাকে সভাপতি নির্বাচন করলে ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফিরে আসেন।

উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম বলেছেন, ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যদি দেশের মাটিতে ফিরে না আসতেন তাহলে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার চেতনা আর থাকতো না। এদেশ পরিচালিত হতো পাকিস্তানি ভাবধারায়। সেদিন সকল বাধা উপেক্ষা করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় এই স্বদেশে ফিরে না এলে দেশ আজ স্বাধীনতা বিরোধীদের দখলে চলে যেত। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতো না। এই দেশের দিশেহারা মানুষের ভাগ্যের পরিবতনের জন্য নিজের জীবনের চরম ঝুঁকি নিয়ে নেত্রী স্বদেশে ফিরে এসেছেন। নেত্রী স্বদেশে ফিরে এসেছেন বলেই তার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ একটি রোল মডেল রাষ্ট্র। গতকাল বিকেলে দোস্ত বিল্ডিং কার্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সহ সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, সহ সভাপতি মো. আবুল কালাম আজাদ, আবুল কাশেম চিশতি, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, আলাউদ্দিন সাবেরী, প্রদীপ চক্রবর্ত্তী, নাজিম উদ্দিন তালুকদার, আবু তালেব, আ স ম ইয়াছিন মাহমুদ, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, মো. সেলিম উদ্দিন, আখতার হোসেন খান, গোলাম রব্বানী, ডা. নুর উদ্দিন জাহেদ, সাহেদ সরোয়ার শামীম, মনজুর মোর্শেদ ফিরোজ, দিলোয়ারা ইউসুফ, এড, বাসন্তী প্রভা পালিত, সৈয়দা রিফাত আকতার নিশু, হারণ অরু রশীদ প্রমুখ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ : গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দক্ষিণ জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়। শেখ হাসিনার আগমনে আওয়ামী লীগ নেতাকর্মীরা যেন নবজীবন ফিরে পায়। গ্রাম থেকে শহর, শহর থেকে নগর তিনি সংগঠনকে সংগঠিত করার লক্ষ্যে ছুটে বেড়িয়েছেন। যেদিন নেত্রী এসেছিলেন সেদিন প্রকৃতির বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রায় ১৫ লক্ষ মানুষ সেদিন ঢাকায় সমবেত হয়েছিলেন। সেদিন নেতাকর্মীরা স্লোগান দিয়েছিলেন, ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা তোমার সাথে। আমরা শেখ হাসিনার সাথে থেকে আজীবন লড়াই করে যাবো এই আমাদের প্রত্যয়। দক্ষিণ জেলা আ. লীগ কার্যালয়ে সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও শ্রম সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সদস্য আবুল কালাম আজাদ, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, মোহাম্মদ আতিকুর রহমান চৌধুরী, মমতাজ উদ্দিন, নাছির উদ্দিন, হেলাল উদ্দিন, মাহামুদুল হক বাবু, শাহাদাত নবী খোকা, জীবন আরা বেগম, রাজু দাশ হিরু প্রমুখ।

এমপি লতিফের উদ্যোগ : এম.. লতিফ এমপির উদ্যোগে শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এম. এ লতিফের দলীয় কার্যালয়ে গতকাল সকাল ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া। অনুষ্ঠান প্রধান অতিথি বলেন, ১৭ই মে মাননীয় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র বাধাগ্রস্ত হয়েছিল। জননেত্রী শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশের বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করেছেন। উন্নয়নের এই ধারা অব্যহত রাখতে সকলকে শেখ হাসিনা ও তার মনোনীত প্রার্থীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মো. আসলাম, মহানগর ছাত্রলীগের সহসভাপতি মো. ইমতিয়াজ বাবলা, ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সুবজ, আকবর হোসেন কবি, মো. ফরিদ, আলী আকবর, সালাউদ্দিন বাবর প্রমুখ।

বাঁশখালী আওয়ামী লীগ : বাঁশখালী প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাঁশখালীতে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা গতকাল বিকালে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন রশিদ আহমদ চৌধুরী, এডভোকেট আ..ম শাহাদত আলম, মুজিবুল হক চৌধুরী, মো. কপিল উদ্দিন, মোহাম্মদ ইয়াছিন, অধ্যাপক রাওকাতুন নুর চৌধুরী প্রিয়াতা, শামসুল আলম প্রমুখ।

মহানগর যুবলীগ : বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা সংগঠনের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে ও যুগ্মআহ্বায়ক মাহবুবুল হক সুমনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের যুগ্মআহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা ও ফরিদ মাহমুদ। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ সদস্য সুরথ কুমার চৌধুরী, এড. আনোয়ার হোসেন আজাদ, সাইফুল ইসলাম, বেলায়েত হোসেন বেলাল, আনজুমান আরা আনজু, সাখাওয়াত হোসেন স্বপন, নেছার আহমেদ, মাসুদ রেজা, আবু সাঈদ জন, হেলাল উদ্দিন, এস.এম. সাঈদ সুমন, হাবিব উল্লাহ নাহিদ, নুরুল আনোয়ার, শহিদুল ইসলাম শামীম, সালেহ আহমেদ দীঘল প্রমুখ।

মহানগর শ্রমিকলীগ : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের উদ্যেগে এক শ্রমিক সমাবেশ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরির দোস্ত বিল্ডিং চত্তরে চট্টগ্রাম মহানগর শ্রমীক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও রিঙা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবু স্বপন বিশ্বাসের পরিচালনায় এই সময় আরো উপস্থিত ছিলেন মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি আবু আহাম্মদ, নজরুল ইসলাম খোকন, আক্তার হোসেন, ওসমান গণি, কালিম শেখ, প্রশান্ত কুমার বড়ুয়া, জাবেদুল আলম জাবেদ, ইকবাল হোসেন, কামাল উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, মো. রিপন, রুহুল আমিন হাওলাদার, কমান্ডার আবদুল ছালাম, রনজিত পাল, খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ।

দেবাশীষ পাল দেবুর উদ্যোগে র‌্যালি : গতকাল বিকাল ৪টায় নগরীর পুরাতন রেল স্টেশন চত্বর থেকে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে নিউ মার্কেট মোড়ে শহীদ কামাল উদ্দিন চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আ. লীগ নেতা সেকান্দর আজম, বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, মো. ওসমান, রঞ্জিত কুমার শীল, নুরুন্নবী পারভেজ, জামিল আহমেদ মিলন, এফ.এইচ. চৌধুরী বাদল, আখতারুজ্জামান ময়না, সাইফুর রহমান সোহেল, এস এম আতিকুর রহমান আতিক, লোকমান, মো. ইসমাইল, মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা, ইকবাল হোসেন প্রমুখ।

এম. আর আজিমের উদ্যোগ : নতুন প্রজন্ম যারা এদেশে জন্ম গ্রহণ করবে তারা যেন একটি ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, শিক্ষাসমৃদ্ধ, স্বাস্থ্যসমৃদ্ধ, সংস্কৃতিঋদ্ধ জীবন পায় তার জন্য আজকের এই যুব সমাজকে শপথ ও প্রতিজ্ঞা করতে হবে। গতকাল সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে প্রধান অতিথির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর ড. অনুপম সেন এ মন্তব্য করেন। প্রধামন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম. আর আজিমের ব্যক্তিগত উদ্যোগে যুদ্ধাহত ১০ জন মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার এবং ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী (শাড়ী, লুঙ্গি, সাদা ছড়ি) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নগর ছাত্রলীগের সাবেক সভাপতি যুব সংগঠক এম. আর আজিমের সভাপতিত্বে ও নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী বাবুর সঞ্চালনায় এতে অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, মহানগর যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুল্লাহ চৌধুরী নাহিদ, আসহাব রসুল চৌধুরী জাহেদ, বেসরকারি কারা পরিদর্শক ফারুকুল ইসলাম অংকুর, আসিফুর রহমান মুন্না, শওকত উল্লাহ সোহেল, আব্দুল জলিল বাহাদুর, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সহসাধারণ সম্পাদক ইমরুল হাসান চৌধুরী রুবেল, ফজলুল কবির সোহেল, ওসমান গণি আলমগীর, মেজবাহ উদ্দিন আহমেদ মোরশেদ, মোছলেহ উদ্দিন আহমেদ শিবলী, আ স মাইনুল ইসলাম মনি, সালাহ উদ্দিন মানিক, আলী রেজা পিন্টু, আবু সাঈদ সুমন, মো. সেলিম, আদনান মাহফুজ সজীব, সাইফুদ্দিন, সাঈদ রহিম প্রমুখ। সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হারুন।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল দলীয় কার্যালয়ে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মুনাফা সিকদারের সভাপতিত্বে এবং এমরুল করিম রাশেদ ও মাহমুদুল হাসান বাদশার যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ইদ্রিস আজগর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কতুব উদ্দিন চৌধুরী, মো. ইকবাল হোসেন, জসিম উদ্দিন তালুকদার, জসিম উদ্দিন শাহ্‌, হালিম আবদুল্লাহ, শেখ মুজিবুর রহমান চৌধুরী, সিরাজুল করিম সিকদার, আব্দুর রহিম, আরিফুল ইসলাম চৌধুরী, মো. সেলিম, সামসুদ্দোহা সিকদার আরজু, বদিউল খায়ের লিটন চৌধুরী, ওমর ফারুখ, নাসির উদ্দীন রিয়াজ, দিদারুল আলম প্রমুখ।

রাঙ্গুনিয়া স্বেচ্ছাসেবক লীগ : রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইছাখালী কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মৌলানা ক্বারী মুহাম্মদ রহমত উল্ল্যাহ। উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাছের উদ্দীন রিয়াজ, সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার, সহসভাপতি মো. আজিম উদ্দিন, আবদুল আল হান্নান, হায়দার আলী, জামাল উদ্দিন, মো. মিজানুর রহমান, বদিউল আলম, মো. হাবিব, জুয়েল বড়ুয়া, গিয়াস উদ্দিন, মো. বেলাল সিকদার, মো. জমির প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসদস্য নির্বাচন উপলক্ষে সাদা প্যানেলের পরিচিতি সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শিক্ষা বোর্ডের কার্যক্রমকে অধিক গতিশীল করার প্রত্যয়