দিশেহারা তারুণ্য

উজ্জ্বল সম্পু | বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ at ৭:২৪ পূর্বাহ্ণ

মেধার আজো হয় না জেতা,

চাকরি কিংবা ভর্তিতে,

কোটাই শুধু ঘাড় ফুলিয়ে

কেবল থাকে ফূর্তিতে।

দামটাও যে লাগাম ছাড়া,

কে বা তার লাগাম ধরে?

ধনীর ঘরে লাভের গুড়,

ক্ষমতা সব তার জঠরে।

তারুণ্য যে দিশেহারা,

সুসময় কবে আসবে?

রাজনীতির বলির পাঁঠা

আর কতো কে সাজবে!

পূর্ববর্তী নিবন্ধফজলে লোহানী : সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধতবুও অপেক্ষা