দিশা খুঁজতে হবে ভাসানীর পথেই

গণসংহতির আলোচনায় বক্তারা

| রবিবার , ৬ ডিসেম্বর, ২০২০ at ১১:১২ পূর্বাহ্ণ

মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার উদ্যোগে গত ৪ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে ‘মওলানা ভাসানী ও আমাদের সময়ের রাজনীতি’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য ফিরোজ আহমেদ। তিনি বলেন, মওলানা ভাসানী এই জনপদের মানুষের জীবনের সাথে একাকার ছিলেন বলে জনগণের ভাষা বুঝতেন। তিনি জনগণের ভাষাকেই রাজনৈতিক রূপ দিতেন। তাঁর দেখানো পথেই দিশা খুঁজতে হবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক হাসান মারুফ রুমী। তিনি বলেন, বৃহত্তর ঐক্য গড়ে তুলে লুণ্ঠন প্রতিহত করতে হবে।
এতে বক্তব্য দেন অধ্যাপক মুহম্মদ আমীর উদ্দিন, সিদ্দিকুল ইসলাম, বাংলাদেশের বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির আহ্বায়ক অপূর্ব নাথ, বিজ্ঞান চেতনা পাঠাগারের সমন্বয়ক অ্যাডভোকেট সাদাত হোসেন মানিক, নারী সংহতি নেতা নুরুন্নেছা মুন্নি ও ছাত্র ফেডারেশনের জেলা সাংগঠনিক সম্পাদক রিপন বড়ুয়া। সভা পরিচালনা করেন গণসংহতি আন্দোলনের জেলা নেতা নাসির জোসি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কর্মীসভা
পরবর্তী নিবন্ধগাউছিয়া হাদী মঞ্জিলে ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল