দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ওপর হামলা

| বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১২:০৮ অপরাহ্ণ

ভারতের জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নিজ বাসভবনে গণ শুনানি চলাকালে হামলার শিকার হয়েছেন। গতকাল সকালে বিজেপি দলীয় এ মুখ্যমন্ত্রীর ওপর হামলার ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। প্রত্যক্ষদর্শীরা জানান, কাগজপত্রসহ এক ব্যক্তি গুপ্তার কাছে গিয়ে কথা বলছিলেন, এরই এক পর্যায়ে হঠাৎ মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালান তিনি। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খবর বিডিনিউজের।

মুখ্যমন্ত্রী গুপ্তা হাতে ও মাথায় আঘাত পেয়েছেন। তবে আঘাত তেমন গুরুতর নয় বলে ধারণা পাওয়া গেছে। এনডিটিভি জানিয়েছে, প্রায় ৪০ বছর বয়সী হামলাকারীর নাম রাজেশ সাকরিয়া। দিল্লির বাসিন্দা রাজেশ পারিবারিকভাবে গুজরাটের রাজকোট এলাকার মানুষ।

কর্মকর্তারা জানান, তার মা দাবি করেছেন, রাজেশ একজন কুকুরপ্রেমী আর জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি থেকে সব পথকুকুরকে আবাসিক এলাকা থেকে দূরে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার সুপ্রিম কোর্টের আদেশে তিনি ক্ষুব্ধ ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তাবকে গুরুত্ব দিচ্ছে না ক্রেমলিন
পরবর্তী নিবন্ধইরান ফেরত আফগানদের বহনকারী বাসে দুর্ঘটনা, নিহত ৭১