দিল্লির চোখে জল গলাও খুসখুসে!

| শনিবার , ৬ নভেম্বর, ২০২১ at ৯:১০ পূর্বাহ্ণ

আলোর উৎসব দীপাবলি শেষে সকালে ভারতের রাজধানী দিল্লির বাসিন্দাদের ঘুম থেকে উঠে দেখতে হয়েছে ধূসর আকাশ। নিষেধাজ্ঞা সত্ত্বেও শহরজুড়ে বাসিন্দাদের বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বাজি পোড়ানোর ফলে ভারতের এই রাজধানীর দূষণের মাত্রা ভয়াবহ খারাপ অবস্থায় পৌঁছেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। গাড়ি ও কলকারখানার নিঃসৃত ধোয়া, ধুলা ও আবহাওয়ার প্যাটার্ন দিল্লিকে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীতে পরিণত করেছে।
শীতে পার্শ্ববর্তী রাজ্যগুলোর কৃষকরা ফসলের নাড়া পোড়ানো শুরু করলে শহরটির বাতাস বিষাক্ত হয়ে ওঠে। দীপাবলির উৎসবও প্রায় একই সময়ে হওয়ায় শহরজুড়ে পোড়ানো আতশবাজিতে পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করে। সরকারের বায়ুমান পর্যবেক্ষক সংস্থার তথ্য অনুযায়ী, শুক্রবার দিল্লির কয়েকটি এলাকায় বাতাসে প্রতি ঘনমিটারে ২.৫ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার (পিএম) ঘনত্ব পাওয়া গেছে ৯৯৯। যে যন্ত্রে পিএম এর ঘনত্ব মাপা হয় তাতে ৯৯৯-র বেশি ওঠেই না। যে কারণে, দিল্লির ওইসব এলাকার পিএম এর ঘনত্ব ৯৯৯ এর চেয়ে বেশি হতে পারে বলেই অনুমান অনেকের। দিল্লির আরও কয়েকটি এলাকায় পিএম এর ঘনত্ব মিলেছে ৫০০-র কাছাকাছি বা এর চেয়ে বেশি। রোববার সন্ধ্যার পর পরিস্থিতির সামান্য উন্নতি হতে পারে বলে ধারণা বায়ুমান পর্যবেক্ষক সংস্থার।
তবে এরপরও রাজধানীর বায়ুদূষণের মাত্রা গুরুতর’থেকে খুব খারাপের মধ্যে ওঠানামা করবে।

পূর্ববর্তী নিবন্ধহুমায়ূন আহমেদের জন্মদিনে শাওনের গান
পরবর্তী নিবন্ধকভার অর্ডার করে পেলেন আসল পাসপোর্ট!