ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা স্ত্রী সবিতা আগরওয়ালার ঢাকায় একটি বাণিজ্যিক স্পেস, চুয়াডাঙ্গার জমি এবং রাজশাহীর নির্মাণাধীন মার্কেটের দোকান ও জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। খবর বিডিনিউজের।
বিচারকের আদেশে সবিতা আগরওয়ালার জব্দ হওয়া সম্পদের মধ্যে আছে চুয়াডাঙ্গা সদরের ৬৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের দশমিক ৪৩৯৭ একর জমি, রাজশাহীর বোয়ালিয়ার থিম ওমর প্লাজায় নির্মাণাধীন মার্কেটের ৩৩ লাখ ৯১ হাজার টাকার দোকান ও জমি এবং ঢাকার রমনায় ৭ লাখ ১৫ হাজার ৯৫০ টাকার মূল্যের ২৩৯ বর্গফুটের বাণিজ্যিক স্পেস। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন সবিতার এসব সম্পদ জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, সবিতা আগরওয়ালার বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৪৫ কোটি ৭০ লাখ ৬৭ হাজার ২৮৭ টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অপরাধে মামলা হয়েছে। এছাড়া নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৮টি ব্যাংক হিসাবে ১০৭ কোটি ২০ লাখ ৭১ হাজার ৫১ টাকা জমা ও ১০৬ কোটি ৮ লাখ ২ হাজার ৮৭৬ টাকা উত্তোলনসহ মোট ২১৩ কোটি ২৮ লাখ ৭৩ লাখ ৯২৭ টাকার অস্বাভাবিক লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধামে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধে মামলা দায়ের করা হয়। তদন্তে এসেছে আসামি তার নামে থাকা ও তার স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বা বেহাত করার চেষ্টা করছেন। এ অবস্থায় স্থাবর সম্পত্তি জব্দ করা প্রয়োজন।












