দিনে সাইকেল চুরি ও রাতে ইয়াবা কারবার করেন তারা। নগরীর ডবলমুরিং থানাধীন বলিপাড়া এলাকা থেকে সাইকেল চুরির সময় এমন এক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের পর বিষয়টি জানতে পারে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আবদুল মালেক রুমান (২২) ও বেলাল উদ্দিন রনি (২৮)। গত রোববার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আবদুল মালেক রুমানের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজন একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এই চক্রে চারজন রয়েছে। তারা দিনের বেলা সাইকেল চুরি করেন। আর রাতের বেলায় বিক্রি করে ইয়াবা। তাদের মধ্যে একজন ইয়াবা সংগ্রহ করে নিয়ে আসেন। সেসব ইয়াবা আরেকজনের কাছে গচ্ছিত রাখেন। আর এসব ইয়াবার খুচরা ক্রেতা সংগ্রহ করেন অন্য দুজন।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, রোববার রাতে বলিপাড়া এলাকার একটি সাইকের চুরির সময় স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ আবদুল মালেক রুমান নামের একজনকে হাতেনাতে আটক করে। এসময় রনির পকেটে ২০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক আটক করা হয় বেলাল উদ্দিন রনিকে। ওসি বলেন, তাদের সিন্ডিকেটে চারজন রয়েছে। অন্য দুজন হলেন রাজু ও জনি। তাদের দুজন চুরির জন্য সাইকেল টার্গেট করেন। এরপর চারজন মিলে সেটি চুরি করেন। এ ঘটনায় চুরির চেষ্টা ও মাদক আইনে মামলা হয়েছে। জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।