বাবার কাছে দামী মোবাইল চেয়ে না পেয়ে মোহাম্মদ হৃদয় (১৬) নামের এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে বোয়ালখালী উপজেলার শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড হাজী দেওয়ান আলী মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। মোহাম্মদ হৃদয় স্থানীয় মোহাম্মদ বাবুলের ছেলে।
স্থানীয়রা বলেন, বাবুল একজন দিনমজুর। তার কিশোর ছেলে হৃদয় তার কাছে একটি দামী মোবাইলের জন্য বায়না ধরেছিল। তিনি দিতে অপারগতা প্রকাশ করলে বাবা–মার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে অভিমান করে সে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।