চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা আনসার সদস্যরা গতকালও বিক্ষোভ করেছেন নগরে। সকালে কয়েক হাজার আনসার সদস্য জামালখান চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন। পরে তারা চেরাগী পাহাড় হয়ে আন্দরকিল্লাহ পর্যন্ত মিছিল করেন। এসময় তারা বাহিনীর পোশাক পরিহিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দুইটার পর বিক্ষোভরত আনসার সদস্যরা চট্টগ্রাম আদালত ভবনের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। বিক্ষোভ চলাকালে জামালখান, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা ও লালদীঘি পাড় এলাকায় যানবাহন চলাচল থমকে দাড়ায়। এতে যানজটের সৃষ্টি হয়। বিকেল পর্যন্ত বিক্ষোভ করেন তারা। এদিকে প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তব্য রাখেন আনসার সদস্য মিজান, জামান, জসীম উদ্দিন, আকতারুজ্জামান, আবদুল মজিদ ও মোহাম্মদ সিরাজুল ইসলাম ভূইয়া। বিক্ষোভকালে তারা বলেন, সরকারি–বেসরকারি ও বিভিন্ন ব্যক্তিগত প্রতিষ্ঠানে তারা পাহারা দেন। তাদের কর্মঘণ্টারও কোনো হিসাব নেই। বিক্ষোভরত আনসার সদস্যরা ‘আমি কে তুমি কে, আনসার আনসার’, ‘আমাদের দাবি মানতে হবে, জাতীয়করণ করতে হবে’, ‘দাবি মোদের একটাই, চুক্তি থেকে মুক্তি চাই’ বলে স্লোগান দেন। মোহাম্মদ সিরাজুল ইসলাম ভূইয়া আজাদীকে বলেন, বছরের পর বছর আমাদের চাকরি জাতীয়করণ করা হয় না। আমাদের দাবি কেউ সরকারের উচ্চ মহলে নিয়ে যায় না। এখন আমরা জাতীয়করণের এক দফা দাবিতে রাজপথে নেমেছি। দিনভর কর্মসূচি পালন করেছেন জানিয়ে বলেন, যতদিন দাবি আদায় না হবে ততদিন মাঠে থাকব।
বিক্ষোভকালে আনসার সদস্যরা বলেন, আমরা দাবি থেকে পিছপা হব না। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র আমাদের উপযুক্ত সম্মান দিবে না ততক্ষণ আমরা এ জায়গা থেকে নড়ব না।
জিল্লুর রহমান নামে এক আনসার সদস্য বলেন, আমাদের বেতন থেকে মাসে ৫০০ টাকা ২৪ মাস কেটেছে। বলেছে এই টাকা উন্নয়ন ব্যাংকের জন্য নেয়া হচ্ছে। সেই টাকার আমরা কোনো হদিস পাইনি।
হাবিবুর নামে এক আনসার সদস্য বলেন, দাবি একটাই জাতীয়করণ করতে হবে।
উল্লেখ্য, গত শুক্রবারও জুমার নামাজের পর আসকারদীঘির পাড় এলাকায় অবস্থিত চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট আনসার–ভিডিপি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। একইদিন সকালে খুলশী থানার ফয়’স লেক এলাকায় রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন আনসার সদস্যরা।