দিনভর থেমে থেমে বৃষ্টি, দুর্ভোগ

৩ নম্বর সতর্কতা সংকেত

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ৬:১৭ পূর্বাহ্ণ

মৌসুমী বায়ুর প্রভাবে নগরে গতকাল মাঝারী ধরনের ভারী বৃষ্টি হয়েছে। ভোর রাত থেকে দিনভর থেমে থেমে হওয়া এ বৃষ্টিতে দুর্ভোগ হয়েছে পথচারীদের। অবশ্য সাপ্তাহিক ছুটির দিন থাকায় এদিন রাস্তাঘাটে লোকজন কম ছিল। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আজ শনিবারও বৃষ্টি হতে পারে নগরে। একইসঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, গতকাল বিকেল ৩টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নগরে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে নগরের আমবাগান আবহাওয়া অফিস ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে। রাজধানীর আগারগাঁও ঝড় সতর্কীকরণের তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নগরে ৩৩ মিলিমিটার, সীতাকুণ্ডে ৮০ মিলিমিটার এবং সন্দ্বীপে ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া বান্দরবানে ১১৯ মিলিমিটার, রাঙামাটিতে ৯১ মিলিমিটার এবং কক্সবাজারে ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গতকাল।

এদিকে বৃষ্টিতে নগরের কাতালগঞ্জ, পাঁচলাইশ আবাসিক এলাকা এবং চকবাজার বৌদ্ধমন্দিরের সামনেসহ কয়েক জায়গায় সাময়িক জলজট হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পথচারীরা জানিয়েছেন, ছুটির দিন হওয়ায় সকালে তাদের বাসা থেকে বের হওয়ার তাড়া ছিল না। তবে জুমার নামাজের জন্য বের হওয়া মুসল্লিরা দুর্ভোগের কথা জানান।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. মিজানরি রহমান জানান, আজ শনিবার আকাশ মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া ভারী বর্ষণজনিত কারণে এই বিভাগের কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রামের নদী বন্দরের জন্য ১ নং নৌ সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়। রাজধানীর আগারগাঁও ঝড় সতর্কীকরণের সতর্কবার্তায় বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সতর্কবার্তায় চট্টগ্রাম, কঙবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে মা-মেয়ে খুন
পরবর্তী নিবন্ধডিবি হেফাজতে বিবৃতি স্বেচ্ছায় ছিল না, ছয় সমন্বয়কের নতুন বিবৃতি