বর্ধিত তাপমাত্রা ও মৃদু তাপপ্রবাহে গতকাল দিনভর ভ্যাপসা গরম ছিল নগর ও সীতাকুণ্ডসহ আশেপাশের এলাকায়। এতে অস্বস্তিতে ছিলেন সাধারণ মানুষ। সেই অস্বস্তি কিছুটা দূর করেছে বৃষ্টি। রাত সাড়ে ৮টা–৯টার দিকে হওয়া এ বৃষ্টি অবশ্য কিছুটা ভোগান্তিও বয়ে আনে পথচারীদের জন্য। বিশেষ করে জিইসি, দুই নম্বর গেইটসহ অনেক এলাকায় জলজট সৃষ্টি হওয়ায় এ ভোগান্তি হয়েছে। এদিকে আজও তাপপ্রবাহের পাশাপাশি বৃষ্টি হতে পারে বলে জানানো হয় আবহাওয়ার পূর্বাভাসে।
পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল নগরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। এছাড়া সীতাকুণ্ডে ৩৬ দশমিক ৩ এবং সন্দ্বীপে সর্বোচ্চ ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা শেখ হারুন–অর–রশীদ জানান, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সে সাথে দুয়েক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
রাজধানীর আগারগাঁও ঝড় সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড, সন্দ্বীপ, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে।
আজকের পূর্বাভাস সম্পর্কে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই/এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।