দিনভর তাপদাহে অসহ্য গরমের পর নগরীর বিভিন্ন জায়গায় রাতে স্বস্তির বৃষ্টি হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টা থেকে শুরু হয়ে থেমে থেমে চলে রাত ১০ টা পর্যন্ত। রাত ১টার পর আরো শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এদিকে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৮–১০ দিন রোদ–বৃষ্টির লুকোচুরির দেখা মিলতে পারে। এতে তীব্র তাপপ্রবাহ কমবে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বলেন, গতকাল রাতে নগরীর কোথাও কোথাও বৃষ্টিপাত হয়েছে। এটি অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টি থেমে গেলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।