দি চিটাগং ট্রাস্ট–বাংলাদেশের (সিটিবি) সভা গত ১৯ আগস্ট নগরীর হাজারী লেইনস্থ ট্রাস্টের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক ও সাংগঠনিক সচিব জিকু দত্তের সঞ্চালনায় শুরুতে গীতা থেকে পাঠ করেন রাজীব দে (শম্ভু)।
সভায় বিশ্ব বাবা দিবসের হিসাব উপস্থাপন করেন অনুষ্ঠানের আহবায়ক প্রবাল দে। সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান নারায়ন চন্দ্র মজুমদার, যুগ্ম মহাসচিব জগদীশ মল্লিক, প্রদীপ দাশ পরাগ, সৈকত ভট্টাচার্য, প্রবাল দে, দেবব্রত শীল বাসু, কাজল পালিত, রাজীব দে শম্ভু, বিভাষ দাশ, রতন কান্তি দে, সচিব দুর্জয় দেব, কিংশুক পাল, সৈকত দে, রানা দাশ, দুর্জয় বিশ্বাস, প্রিয়ম মল্লিক, মীরাজ দাশ, দীপ্ত মল্লিক রাজ, প্রান্ত দেওয়ানজী, দুর্জয় দেব, আপন দাশগুপ্ত প্রমুখ।
সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে প্রবাল দে’কে ট্রাস্টের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











