দি একাডেমি ফর এ বেটার ওয়ার্ল্ড চট্টগ্রাম কেন্দ্রের র‌্যালি

| শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৭:৪৯ পূর্বাহ্ণ

দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে শিবজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি গতকাল শুক্রবার সকালে বের করা হয়েছে। র‌্যালিটি চট্টগ্রাম প্রেস ক্লাব, জামালখান, মোমিন রোড, আন্দরকিল্লা, সাবএরিয়া প্রদক্ষিণ করে একাডেমীর সেন্টারে এসে শেষ হয়। পরে এক সমাবেশ বি.কে নারায়ন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, বি.কে অরুন ভাই, সরল ভাই, শিমুল ভাই, রাজ কুমার (), রাজ কুমার (), তাপস, টিপু, সনজীব, আদি, খোকন, সজীব, সৌরভ, চন্দন, রাজীব, সমৃদ্ধ, সুষ্ময়, বি.কে রাধা মাতা, তাপসী, জয়া, পলাশী, ঝর্না, মৈত্রী, পাঁপড়ি, শিমু, সিন্ধু, ছবি, প্রীতি, সুচিত্রা, পিউ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, অশান্ত বিশ্বকে শান্ত করতে মেডিটেশনের বিকল্প নেই। এই রাজযোগ সকল সম্প্রদায়ের, সকল বর্ণের, সকল মানুষের জন্য উন্মুক্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার আমিরীয়া মল্লবাড়ী ফোরকানিয়া মাদ্রাসার সভা
পরবর্তী নিবন্ধহাটহাজারী সরকারি কলেজে বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ