দায়িত্বে এক মাস পার হওয়ার আগেই বরখাস্ত হলেন মার্কিন সিডিসি প্রধান

| শুক্রবার , ২৯ আগস্ট, ২০২৫ at ৫:১৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) এর পরিচালক সুজান মোনারেজকে দায়িত্ব নেওয়ার পর এক মাস পার হওয়ার আগেই বরখাস্ত করা হয়েছে। খবর বিডিনিউজের।

বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তর হোয়াইট হাউজ এতথ্য জানিয়েছে। এর পাশাপাশি টিকা নীতি ও জনস্বাস্থ্য বিষয়ক নির্দেশাবলী নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে সিডিসির চারজন উর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছেন। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র মার্কিন টিকা নীতিতে ব্যাপক পরিবর্তন এনেছেন। তিনি মে মাসে গর্ভবতী নারী ও স্বাস্থ্যবান শিশুদের জন্য কোভিড টিকার ফেডারেল সুপারিশ প্রত্যাহার করেন, জুনে সিডিসির বিশেষজ্ঞ টিকা উপদেষ্টা প্যানেলের সব সদস্যকে বরখাস্ত করে তাদের স্থলে নিজের বাছাই করা উপদেষ্টাদের নিয়োগ দেন যাদের মধ্যে তার সহযোগী টিকাবিরোধী আন্দোলন কর্মীও আছেন। পদত্যাগকারী উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একজন বলেছেন, সিডিসির টিকাদানের সুপারিশ তরুণ আমেরিকানদের ও গর্ভবতী নারীদের ঝুঁকিতে ফেলছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৪.২৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধচীনের সামরিক কুচকাওয়াজে যাচ্ছেন কিম জং উন, থাকছেন পুতিনও