দালাল মুক্ত চিকিৎসাকেন্দ্র হোক

| সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোর অন্যতম ভোগান্তির কারণ দালাল চক্র। বর্তমান চিকিৎসেবা নিয়ে জনগণের ভোগান্তির প্রহর যেন শেষ নেই। যেখানে চিকিৎসকের চেয়ে দালালের সংখ্যাই বেশি। দালালদের খপ্পরে পড়ে ভুল ও অনুপযুক্ত চিকিৎসার শিকার হয় অসহায় মানুষ। নার্স হয়ে ওঠে বড় মাপের ডাক্তার, ঝাড়ুদার হয়ে ওঠে বড় মাপের নার্স সেখানে সুচিকিৎসা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। অনেক সময় ধরে সিরিয়ালে দাঁড়িয়ে থেকেও যখন দালালের সুবিধা নেয়া মানুষজন পরে এসে টাকার বিনিময়ে আগে চলে যায় তখন স্বাভাবিকভাবেই সাধারণ জনগণ চড়াও হয়। যত দিন যাচ্ছে মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। কিন্তু প্রকাশ করার বা অভিযোগের কোনো উপায় না থাকায় বা থাকলেও যথাযথ গুরুত্বের অভাবে বিষয়টি দিনদিন বেড়েই চলেছে এবং যতদ্রুত সম্ভব সাধারণ জনগণকে এই ভোগান্তি থেকে পরিত্রাণের ব্যবস্থাসহ চিকিৎসাসেবাকে যেন আরও সহজ এবং সমৃদ্ধ করে সেই বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। দালালদের চিহ্নিত করে কঠোর আইনের মাধ্যমে প্রশাসনের কাছে হস্তান্তর করা একান্ত প্রয়োজন।

মুহিবুল হাসান রাফি

সাবেক শিক্ষার্থী,

সাতকানিয়া সরকারি কলেজ।

পূর্ববর্তী নিবন্ধঠাকুর অনুকূলচন্দ্র : সাধক, চিকিৎসক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে প্রায় বিলুপ্ত পুঁথি সাহিত্য