দামপাড়ায় ফুটপাত ঘেঁষেই হচ্ছে দ্বিতল রেস্টুরেন্ট

নেই গাড়ি পার্কিংয়ের জায়গা

আজাদী প্রতিবেদন  | শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২০ at ৬:৩৪ পূর্বাহ্ণ

নগরীর দামপাড়ায় ব্যস্ততম সড়ক ও ফুটপাত ঘেঁষে গাড়ি পার্কিংয়ের জায়গা না রেখে দ্বিতলবিশিষ্ট একটি রেস্টুরেন্ট নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মালিকানাধীন জায়গাটি সম্প্রতি ‘দ্য এক্সসেপশন লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানকে লিজ দেয়া হয়েছে। রেস্টুরেন্ট নির্মিত হলে ব্যস্ততম সড়কটিতে যানজটের পাশাপাশি পথচারী চলাচলে বিঘ্ন তৈরির আশংকা করছেন সচেতনমহল।

এ ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন গতকাল আজাদীকে বলেন, ‘পুলিশের জায়গার উপর রেস্টুরেন্টটি নির্মাণ হচ্ছে। তাদের উদ্যোগেই এটি করা হচ্ছে। আমরা আগেও এ বিষয়ে পুলিশের সাথে কথা বলেছিলাম। কিন্তু কোনো কাজ হয়নি।’

চসিক প্রশাসক বলেছেন, আমরা শীঘ্রই এই ব্যাপারে একটি সিদ্ধান্তে যাব। সাধারণ জনগণের স্বার্থে পুলিশের সাথে কথা বলে সমস্যাটি নিরসনের চেষ্টা করা হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে সিএমপি উপ কমিশনার (সদর) আমির জাফর গতকাল মুঠোফোনে আজাদীকে বলেন, ‘জায়গার মালিক সিএমপি। তবে জায়গাটি রেস্টুরেন্ট নির্মাণের জন্য দেয়া হয়নি।’ এছাড়া তিনি আর কোনো মন্তব্য করেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর দামপাড়া পুলিশ লাইন সীমানার মূল ফটকের পাশের এ জায়গা কয়েক বছর আগে উল্লিখিত ‘দ্য এক্সসেপশন লিমিটেড’ নামে প্রতিষ্ঠানকে ইজারা দেয় সিএমপি। ২০১৬ সালে ওই জায়গার উপর ‘বেঙ্গল মিট’ নামে মাংস বিক্রির একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। মূল সড়কের সাথে লাগোয়া ফুটপাত ঘেঁষেই প্রতিষ্ঠানটি তৈরি হওয়ায় তখন বিষয়টি নিয়ে নানা সমালোচনা ওঠে। পাশাপাশি জায়গার মালিকানা নিয়েও বিতর্ক তৈরি হয় সিএমপি ও চসিকের মধ্যে। ওই বছরের নভেম্বরে সিএমপি’র তৎকালীন কমিশনার ওই জায়গায় বেঙ্গল মিট নামে প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করেন।

বর্তমানে একই জায়গার ওপরই দ্বিতল রেস্টুরেন্ট নির্মাণের কাজ চলছে বলে জানা গেছে। এ ব্যাপারে এক্সসেপশন লিমিটেডের দায়িত্বশীল একজন জানিয়েছেন তাদের সাথে নতুন করে চুক্তি সম্পাদন করেছে সিএমপি। ওই জায়গায় থাকা বেঙ্গল মিট নামের প্রতিষ্ঠানটি গত এপ্রিলে সেখান থেকে সরিয়ে জিইসিতে আনা হয়েছে। মাসখানেক আগে শুরু হওয়া রেস্টুরেন্ট নির্মাণ কাজের প্রথম তলা সম্পন্ন হয়েছে। শীঘ্রই দ্বিতীয় তলার কাজ শেষে রেস্টুরেন্টটি চালু করা হবে বলে জানা গেছে।

সচেতনমহল বলছেন, ফুটপাত ঘেঁষে ও কোনো গাড়ি পার্কিংয়ের জায়গা না রেখেই স্থাপনাটি নির্মাণের ফলে নতুন করে সেখানে যানজট সৃষ্টি হবে এবং পথচারীদের চলাচলেও বিঘ্ন ঘটবে। অথচ তার সামান্য কাছে থাকা আরো কয়েকটি রেস্টুরেন্টে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে।

জানা গেছে, নগরীর জিইসি, দামপাড়া ওয়াসামুখী সড়কটি ব্যস্ততম একটি সড়ক। দামপাড়া পুলিশ লাইনের অভ্যন্তরে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ এবং তার বিপরীতে রয়েছে বাওয়া স্কুল এন্ড কলেজ। এছাড়া একই স্থাপনার খুব কাছেই রয়েছে বিভিন্ন দূরপাল্লার বাস কাউন্টার। এতে বিভিন্ন সময়ে জিইসিদামপাড়া সড়কটিতে লেগে থাকে যানজট। আবার শিক্ষা প্রতিষ্ঠান দুটির ছুটির পর যানজটের মাত্রা বেড়ে যায়। তখন যানজট সামলাতে হিমশিম খেতে হয় ওই এলাকায় নিয়োজিত ট্রাফিক পুলিশ সদস্যদের।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় গৃহবধূ হত্যা মামলায় ৪ জনকে আসামি করে মামলা
পরবর্তী নিবন্ধপ্রথম দিনে স্থাপন হলো দুটি গার্ডার বৃষ্টিতে কাজের গতি ব্যাহত